দক্ষিণ এশিয়া মহাদেশর একটি সার্বভৌম রাষ্ট্র (বাংলাদেশ)



বাংলাদেশর ৮ টি বিভাগ ৬৪টি জেলাতে বিভক্ত। সর্বশেষ ময়মনসিংহ বিভাগ। জেলাগুলি আবার ৪৯৫ টি উপজেলায় বিভক্ত।

চিত্র: বাংলাদেশ


প্রতিটি জেলা একজন জেলা প্রশাসক দ্বারা পরিচালিত হয় (“সংক্ষেপে” ডিসি) যিনি সরকারের বি.সি.এস প্রশাসনিক ক্যাডারের উপ-সচিব থেকে নিযুক্ত হন।


বাংলাদেশের প্রথম জেলা চট্রগ্রাম জেলা ১৯৬৬ সালে ‍প্রতিষ্ঠিত হয়েছিল। দেশের সর্বশেষ জেলা ফেনী জেলা ৭ নভেম্বর ১৯৮৪ সালে প্রতিষ্ঠা করা হয়।


চিত্র: মানব পতাকা বিশ্ব রের্কড

আয়তনে অনুযায়ী বাংলাদেশের বৃহত্তম জেলা হল রাঙ্গামাটি জেলা এবং বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা হল নারায়ণগঞ্জ জেলা।


চিত্র: জাতীয় পতাকা

বাংলাদেশের রাজধানী হল ঢাকা জেলা, বাণিজ্যিক রাজধানী হল চট্রগ্রাম জেলা আর সাংস্কৃতিক রাজধানী কুষ্টিয়া জেলা।