সাধারণ জনগণ ও পর্যটকদের যাত্রাকে(ভ্রমণ) সহজতর করার লক্ষ্যে ২০২২ সালে (Top Tour and travel) যাত্রা শুরু করেছে। বর্তমান ভ্রমণ সম্পর্কীয় চ্যালেঞ্জ মোকাবেলায় প্রযুক্তি নির্ভর সমাধানের উন্নত সমাধানে আমাদের লক্ষ্য।
দেশের টপ ট্যুর এন্ড ট্রাভেল (Top Tour and travel) আপনাদের জন্য নিয়ে এলো সর্বাধিক সুবিধা, বাংলাদেশের প্রতিটি উপজেলা ভিত্তিক স্থান গুলোতে কি করে যাবেন, কোথায় রাত্রি যাপন করবেন, ঐ এলাকার ইতিহাস, স্থানীয় খাবার ও প্রসিদ্ধ শপিংমল সহ বিস্তারিত তথ্যসেবা প্রদান করছি।
দেশের টপ ট্যুর এন্ড ট্রাভেল (Top Tour and travel) শুধুমাত্র তথ্যসেবা প্ল্যাটফর্ম নয় এটি আপনাদের ভ্রমণসঙ্গী বটে। আমরা আমাদের জনগণের ভ্রমণ সম্পর্কীয় নিত্যনতুন সমস্যার সরল ও সহজ সমাধান করার চেষ্টা করছি।
0 Comments